সত্তা


অসুস্থ ভাবনায় বিষাক্ত বিশ্বাস
রঙিন চশমায় ঢাকা নীল আকাশ

ধৈর্যের চাপা দীর্ঘশ্বাস

আশীর্বাদ, লোভ আর ঘৃণার ব্যাকরণ

কোনো অর্বাচীন আরদ্ধ সময়, স্পন্দিত প্রলয়, বয়ে যায় আত্মবোধ

প্রতীক্ষায় সাজানো অবসাদ, হারিয়ে অস্তিত্ব -  কত মিথ্যে

নি:শব্দ মহারানি,  অন্তহীন পরিণতি

অতৃপ্ত আত্মা, অদৃশ্য সত্তা