V7


যে ছায়া তাকে গ্রাস করেছে, যে উদ্দত বাতাস দগ্ধ ঘ্রাণ ছড়িয়েছে - সেই মোহে কেন যায় ? যে অপার সিন্ধুতে তরী ছুটে চলে নীলের ডাকে, সেই দিগন্তের প্রতিফলনে কেন যায় ? ক্রোধ ছুড়ে,  তবুও এক প্রভাতে সে ছুটে যায় অজানা কোনো গঞ্জে - চার মিনিটের প্রতীক্ষায় । যে প্রতীক্ষা তাকে আবদ্ধ করেছে ঘৃণার ম্লান রেখায় । সে জানত, সে ছুটে চলছে কৃষ্ণগহ্বরের কোনো দূর অন্ধকার নগরে, যেখানে মৃত্যু শীতল শান্ত । অনেক অন্ত পাড়ি দিয়ে এখনো সে জীবন্ত । হা, হা, অভেদব্রহ্ম ! ! !